ক. বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা, ইতিহাস-&ঐতিহ্য সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাধারণ ;
খ. জাতীয় সংস্কৃতির লালন ও সংরÿণ ;
গ. সকল ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের প্রতি শ্রদ্ধপোষণ ;
ঘ. লিঙ্গভেদে সকল মানষের সমতাবিধান ;
ঙ. অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনাবোধ এবং নেতৃত্বের বিকাশসাধন ;
চ. আত্মবিকাশ ও দেশোন্নয়নে গভীর নিষ্ঠা ;
ছ. ন্যায় ও সততার প্রতি অঙ্গীকারবোধ, সহিষ্ণুতা ও ইতিবাচক মনোভাব ;
জ. মানবাধিকার ও মানবিক বিষয়াবলির প্রতি শ্রদ্ধবোধ ।
ক. যুবদের ন্যায়নিষ্ঠ, আধুনিক জীননবোধসম্পন্ন, আত্মমর্যাদাশীল ও ইতিবাচক মানুষ গড়ে তোলা ;
খ. যুবদের অমত্মর্নিহিত সম্ভাবনা বিকাশের অনুকূল পরিশে র্সষ্টি করা ;
গ. যুবদের মানব সম্পদে পরিণত করা ;
ঘ. যুবদের মানসম্পন্ন শিÿা, স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ;
ঙ. যুবদের যোগ্যতা অনুযায়ী পেশা ও কর্মের ব্যবস্থা করা ;
চ. যুবদের অর্থনৈতিক ও সৃজনশীল কর্মোদ্যোগ উৎসাহিত করা ;
ছ. ÿমতায়নের মাধ্যমে যুবদের জাতীয় জীবনের সর্বসত্মরে সক্রিয় ভূমিকা পালনে সÿম করে তোলা ;
ঝ. পরিবেশ সংরÿণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাসহ জাতি গঠনমূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবী হতে যুবদের উৎসাহিত করা :
ঞ. সমাজের অনগ্রসর এবং শারীসিক-মানসিক বা অন্য যে কোনো প্রতিবন্ধকতার শিকার মানূয়ের প্রতি যুবসমাকে সংবেদনশীন ও
দায়িত্বশীল করে তোলা ।
ট. বিশেষ চাহিদাসম্পন্ন যুবদের অধিকার নিশ্চিত করা ;
ঠ. জীবনাচরণে মতাদর্শগত উগ্রতা ও আক্রমণাত্মক মনোভাব পরিহারে যুবদের উদ্বুদ্ধ করা ;
ড. যুবদের মধ্যে উদার, অসাম্প্রাদায়িক, মানবিক ও বৈশ্বিক চেতনা জাগ্রত করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস