Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহঃ

 

প্রশিÿণঃ  অত্র কার্যালয়ে সাধারণত দুই ধরনের প্রশিÿণ দেওয়া হয় (১) প্রাতিষ্ঠানিক ও (২) অপ্রাতিষ্ঠানিক ।

             প্রাতিষ্ঠানিকঃ জেলা কার্যালয় ০১ মাস/রাজাবাড়ী প্রশিÿণ  কেন্দ্র ০৩ মাস মেয়াদী প্রশিÿণ হয়ে থাকে ।

             অপ্রাতিষ্ঠানিকঃ উপজেলা কার্যালয়াধীন ৭/১৪/২১ দিন মেয়াদী প্রশিÿণ হয়ে থাকে ।

 

প্রশিÿণের বিষয়ঃ উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেড ও স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রশিÿণ হয়ে থাকে ।

 

প্রশিÿণ গ্রহনের যোগ্যতাঃ  নিমণ অষ্টম শ্রেণী হতে ঝরে পড়া বেকার যুবকদের ।

 

প্রশিÿণার্থী হতে আত্মকর্মীঃ প্রতি ব্যাচের প্রশিÿণ হতে ১২ জন করে  আত্মকর্মী সৃষ্টি করা হয় ।

 

আত্মকর্মস্থান ঋণ কর্মসূচিঃ

 

ভূমিকাঃ বাংলাদেশের জনবহুল এবং অপারসম্ভাবনাময় একটি দেশ । স্বাধীনতা লাভের পর সরকার ও জনগনের বিভিন্ন প্রচেষ্টার ফলে দেশটি অনুন্ণত দেশ হতে দ্রম্নত উন্নয়নশীল দেশে পরিণত হয় । এদেশে রয়েছে সম্ভাবনাময় বিশাল যুব জনগোষ্ঠি, যা সমাজের চালিকাশক্তি হিসেবে চিহ্নিত । কিনও এ গোষ্ঠির একটি বড় অংশ কাজের সুযোগ হতে বঞ্চিত থাকায় দরিদ্রতার মধ্যে দিনাতিপাত করছে । যেহেতু দ্রম্নত জনসংখ্যা বৃদ্ধির সাথে পালস্না দিয়ে কর্মসংস্থান  তৈরী সম্ভব নয়; সেহেতু যুবদের কাজে নিয়োজিত হতে বিকল্প কর্মসংস্থান অর্থাৎ আত্মকর্মসংস্থানই উত্তম পন্থা । আত্মকর্মসংস্থান সৃজন মোটেই সহজ কাজ নয় । এজন্য প্রয়োজন দÿতা, ঝুঁকি গ্রহন, পরিশ্রম, নিষ্ঠা এবং পুঁজি । যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের বিভিন্ন বিষয়ে দÿতা বৃদ্ধিকল্পে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিÿণের আয়োজন করে থাকে । প্রশিÿÿত যুবগণ যেসব আত্মকর্মসংস্থান সৃজনমূলক প্রকল্প গ্রহনেরর লÿÿ্য সহজে পুঁজি পেতে পারে সেজন্য অধিদপ্তর নিজস্ব প্রক্রিয়ায় দেশের সকল উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ সহায়তা বা পুঁজি প্রদান করে যাচ্ছে । প্রশিÿণ ও পুঁজিপ্রাপ্ত যুবগণের মধ্যে ৯৫ ভাগই আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের মাধ্যমে নিজেরা যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি দেশের অব্যাহত উন্নয়নে গুরম্নত্বপূর্ণ অবদান (পণা্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ বরে) রাখতে সÿ হয়েছেন ।

 

২. উদ্দেশ্যঃ

২. ১ দেশের আর্থসামাজিক উন্নয়নে বেকার যুবদেরকে অধিক হারে উৎপাদনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা ।

২.২  পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বেকার যুবদের ÿমতায়িত করা ।

২.৩  যুবসমাজের ক্রমবর্ধমান কাজের চাহিদার বিপরীতে অধিদপ্তর কর্তৃক প্রশিÿÿত যুবগণকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণে সহজ শর্তে পুঁজি  সরবরাহ করা ।

২.৪ আত্মকর্মসংস্থানমূলক (আয়সঞ্চারণমূলক) কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে কৃষি, সেবা ও কারিগরি খাতে বিনিয়োগ দ্বারা বেকার যুবদের দারিদ্র্য ও বেকারত্ব মোচনকরা

২.৫ আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের মাধ্যমে কৃষি ও সেবা খাতে দ্রম্নত উৎপাদন বৃদ্ধি করে অর্থনীতিকে সমৃদ্ধ করা ।

 

৩.০ ঋণ তহবিলের উৎসঃ

 

৩.১ সরকার কর্তৃক প্রদত্ত তহবিল ।

৩.২ আদায়কৃত সার্ভিস চার্জের অংশবিশেষ ।

৩.৩ ঋণ সংশিস্নষ্ট ব্যাংক হিসাব হতে প্রাপ্ত নীট সুদ ।

৩.৪ অন্য কোন উৎস থেকে প্রাপ্ত তহবিল ।

 

৪.০ ঋণ তহবিল বরাদ্দ/পুনঃ বিতরণঃ

       ঋণ তহবিলের অর্থ সকল উপজেলায় জনসংখ্যা অনুপাতে বন্টন করা হবে । অতিরিক্ত বরাদ্দ দেয়ার ÿÿত্রে চাহিদা এবং অনগ্রসরতাকে গুরম্নত্ব দেয়া হবে । ঋণ তহবিলের আদায়কৃত অর্থ (আসল ও সার্ভিস চার্জের অংশবিশেষ) ঘূর্ণায়মান তহবিল তিহসেবে পুণঃবিতরণ প্রক্রিয়া প্রবাহমান থাকবে ।